৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারত বৈচিত্রের দেশ! সৌদি আরবে গিয়ে ইসলাম নিয়ে বড় বয়ান অজিত ডোভালের

High News Digital Desk:

‘ভারত বৈচিত্রের দেশ!’ সৌদি আরবে গিয়ে ইসলাম নিয়ে বড় বয়ান অজিত ডোভালের : 

নিজের মন্তব্যের মাধ্যমে সকলের মন জয় করে নিলেন অজিত ডোভাল| অন্য সব ধর্মের মতোই ইসলামকে নিয়েও ভারত খুবই গর্বিত| কারণ নানা ধর্ম, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য একসঙ্গে মিলে যায় ভারতের মাটিতেই| একটি সম্মেলনে গিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা| একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম ওয়ার্ল্ড লিগের প্রধান মহম্মদ বিন আবদুলকরিম আল-ইসাও| ইসলামি দুনিয়ায় তাঁর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন ডোভাল|
বর্তমানে ভারত সফরে এসেছেন সৌদি আরবের নাগরিক আবদুলকরিম| মঙ্গলবার দিল্লিতে একটি ইন্ডিয়া ইসলামিক সেন্টারের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি| তারপরেই উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেন ডোভাল| জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে, ‘আমাদের টিকে থাকার অন্যতম শর্তই হল বৈচিত্র‌্য| বহুদিন ধরেই ভারতের মাটিতে নানা ধর্ম ও সংস্কৃতি মিলে মিশে গিয়েছে| সকলকে আপন করে নেয় ভারতের গণতন্ত্র| দেশের নাগরিকের ধর্ম বা সংস্কৃতি যাই হোক না কেন, সকলের জন্যই এখানে স্থান আছে|’
মুসলিম জনসংখ্যার নিরিখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হল ভারত| বক্তব্য রাখার সময়ে সেই বিষয়টিও মনে করিয়ে দেন ডোভাল| তিনি বলেন, ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের ৩৩টি সদস্য দেশের সমান মুসলিম বসবাস করেন ভারতে| অন্যান্য সমস্ত ধর্মের পাশাপাশি ইসলামও ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ| ভারত যা কিছু নিয়ে গর্ব করতে পারে, তার মধ্যে অন্যতম হল ইসলাম ধর্ম| কারণ ভারতেই রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যা|’
এই অনুষ্ঠানেই সন্ত্রাসবাদ নিয়েও মুখ খোলেন ডোভাল| তিনি বলেন, একাধিকবার নাশকতার শিকার হতে হয়েছে ভারতকে| কীভাবে সন্ত্রাসবাদীদের রোখা যায়, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোভাল বলেন, বিশ্বের সকল দেশকে একত্রিত হয়ে কাজ করতে হবে| তা না হলে সকলেই ধ্বংস হয়ে যাবে| এর পাশাপাশি ভারতীয় কূটনৈতিকের দাবি, সৌদি সহ আরব দেশগুলির সঙ্গে দিল্লির সম্পর্ক এখন খুবই ভাল| আর্থিক সম্পর্কের পাশাপাশি পাকিস্তানের প্রচার মোকাবিলার ক্ষেত্রেও এই দেশগুলি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ| পাশাপাশি আন্তর্জাতিক মুসলিম লিগের মহাসচিব আল-ইসাও মুসলিম দুনিয়ায় প্রভাবশালী| তাই তাঁর ভারত সফরের সময়ে ভারতের ইসলামি ঐতিহ্য ও উদারপন্থী ইসলাম নিয়ে সরব হয়েছেন ডোভাল|

Scroll to Top