৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে : নির্মলা সীতারমন

High News Digital Desk:

ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের ফলে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে সোমবার তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা যে ভারতের মধ্যে রয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল – আইএমএফ এবং বিশ্ব ব্যাঙ্কও তা স্বীকার করে নিয়েছে। কোভিড অতিমারির সময় আর্থিক ঘাটতি বৃদ্ধি পেলেও তা পূরণে ভারত সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে। ২০২৬-এর মধ্যে আর্থিক ঘাটতি ৪.৫ শতাংশের নীচে নিয়ে আসার বিষয়ে দেশ অঙ্গীকারবদ্ধ বলে সীতারমন জানান।”

Scroll to Top