- ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনম ভট্টাচার্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন
ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনম ভট্টাচার্য ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন সুনীল। আগামী মাসেই সুনীলের বাবা হওয়ার কথা। জাতীয় দলের কোচ স্টিম্যাচের কাছ থেকে আগেই ছুটি নিয়েছেন তিনি। যাতে জাতীয় শিবিরে যোগ দিতে না হয়। সাফ কাপ চলাকালীনই ভারত অধিনায়ক ঘোষণা করেছিলেন, তিনি বাবা হতে চলেছেন। মাঠে সেলিব্রেশনে করে এই কথা জানান সুনীল। সেই সময়ে মাঠে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী। সোনমের অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটাই নেমে গিয়েছিল। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন। সোনমের দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বাবা হতে চলেছেন বলে জানিয়েছিলেন সুনীল ছেত্রী। সেই সময়ে আয়োজিত কিংস কাপে তিনি নাও খেলতে পারেন বলেই শোনা গিয়েছিল। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। সাম্প্রতিক সময়ে দেশের হয়ে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন সুনীল ছেত্রী। কেরিয়ারের শেষ লগ্নে এসেও ইন্টার কন্টিনেন্টাল কাপ , সাফ কাপে দারুণ পারফর্ম করেছেন তিনি। এশিয়ান গেমসের ভারতীয় দলে তিনজন সিনিয়রের মধ্যে তাঁর নাম রয়েছে।









