৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারতের সঙ্গে প্রতিযোগিতা? এবার চাঁদের দক্ষিণ মেরুতে রাশিয়া উত্ক্ষেপণ করল লুনা ২৫

High News Digital Desk:

ভারতের সঙ্গে প্রতিযোগিতা? এবার চাঁদের দক্ষিণ মেরুতে রাশিয়া উত্ক্ষেপণ করল লুনা ২৫ :

হাতেগোনা আর কটা দিনের অপেক্ষা, সব ঠিক থাকলে ২৩ অগাস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম| ইসরো সূত্রে খবর, আজ পর‌্যন্ত চাঁদের মাটিতে সফলভাবে পা রেখেছে তিনটি দেশ রাশিয়া, চিন ও আমেরিকা| তবে এর মধ্যে এখনও পর‌্যন্ত একটিও চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানকে অবতরণ করাতে পারেনি| তবে এই অসাধ্য সাধন করতে চলেছে ভারত| চাঁদের কক্ষে ঢুকে পড়েছে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান| আর এরই মধ্যে শুক্রবার ভোরে,চাঁদের উদ্দেশে রওনা দিল রুশ মহাকাশযান লুনা ২৫| ভারতের পর চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার পাঠালো রাশিয়া| ভারতীয় সময় শুক্রবার ভোর ৪টে বেজে ৪০ মিনিটে রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে সয়ুজ-২ রকেটের মাধ্যমে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৮০০ কিলোগ্রাম ওজনের লুনা ২৫ মহাকাশযান| জানা গিয়েছে, এটির চাঁদের দেশে পৌঁছতে সময় লাগবে মাত্র পাঁচদিন| তবে কি দক্ষিণ মেরুতে প্রথমবার পৌঁছনোর ইতিহাসটা রাশিয়াই গড়তে চলেছে, এই নিয়েই এখন সংশয় সাধারণ মানুষের| সময় এখন অপেক্ষার| তবে এই বিষয়ে এখনও বিশদে কিছু জানাননি ইসরোর বিজ্ঞানীরা| রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসকে এদিন শুভেচ্ছা জানিয়েছে ইসরো|

Scroll to Top