টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯১ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ইনিংসের শুরুটা ভালো করেও ভারতের বোলারদের প্রত্যাঘাত সামাল দিতে না পেরেই দ্রুত গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস। ভারতের সব বোলারই অসাধারণ পারফরম্যান্স দেখালেন। শুরুতে একটু বেশি রান দিচ্ছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু দ্বিতীয় স্পেলে তিনিও ভয়ঙ্কর হয়ে উঠলেন। ফলে লড়াই করার মতো স্কোর করতে পারল না পাকিস্তান। বিশাল অঘটন না ঘটলে ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অষ্টম জয় পেতে চলেছে ভারতীয় দল। টানা ৩ ম্যাচে জয় পেয়ে সেমি-ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতের হয়ে ৭ ওভার বোলিং করে ১টি মেডেন-সহ ১৯ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। তিনিই এদিন ভারতের সেরা বোলার। ৮ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ২ উইকেট নেন সিরাজ। ৬ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক। ১০ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ। ৯.৫ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন জাদেজা।
