৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারতের বিকাশে কারও সঙ্কট নেই, বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর

High News Digital Desk:

নয়াদিল্লি : স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লায় জাতির উদ্দেশে ভাষণেও নাম না করে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| তিনি জানান, ‘আমরা তো সঙ্কল্প-মতো এগিয়ে চলেছি| বহুদূর এগিয়ে চলেছি| কিন্তু এটাও সত্যি যে, কিছ লোক থাকেন, যাঁরা প্রগতি দেখতে পারেন না| কিছু লোক থাকেন, যাঁরা ভারতের ভালো ভাবতে পারেন না| যত দিন নিজেদের ভালো না হয়, তত দিন কারও ভালো কিছু ভালো লাগে না তাঁদের| দেশকে এই ধরনের বিকৃত মানসিকতার ব্যক্তিদের থেকে বাঁচাতে হবে| এঁরা নিরাশার গর্তে ডুবে থাকা মানুষ| এঁদের কোলে যখন বিকৃতি লালিতপালিত হয়, তখন এঁরাই বিনাশের কারণ হয়ে দাঁড়ান, সর্বনাশের কারণ হয়ে দাঁড়ান| নৈরাজ্যের পথ ধরেন এঁরাই| আর তখন দেশের এত বড় ক্ষতি হয়ে যায়, যা পূরণ করা বিপুল শ্রম-সাপেক্ষ হয়ে দাঁড়ায়| এটা দেশবাসীকে বুঝতে হবে|’
৭৮ তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যত প্রতিকূল পরিস্থিতিই তৈরি হোক না কেন, সঙ্কল্প থেকে আমরা কখনও পিছু-পা হব না| এমনকী, বিকৃত মানসিকতার নৈরাশ্যবাদীদেরও হৃদয় জয় করে দেশকে এগিয়ে নিয়ে যাব আমরা|’
দেশের ভিতরে ও বাইরে বহু চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বৃহস্পতিবার নরেন্দ্র মোদি এও জানান যে, শক্তি বৃদ্ধির সঙ্গে-সঙ্গে চ্যালেঞ্জও বাড়ে| তিনি স্বভাবোচিত ভঙ্গিমায় ‘চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করার’ কথাও বলেন| বাইরের চ্যালেঞ্জের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন বহির্বিশ্বকে বার্তা দিয়েছেন, ভারতের বিকাশ অন্য কোনও দেশের সঙ্কট ডেকে আনে না| অতীতে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হিসেবেও আমরা দুনিয়াকে যুদ্ধের দিকে এগিয়ে দিইনি| ভারত বুদ্ধের দেশ, যুদ্ধের দেশ নয়| এই জন্য ভারতের অগ্রগতিতে বিশ্বের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই|

Scroll to Top