- ভারতের ওডিআই বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে গেল
এশিয়া কাপে ভারতের বেশিরভাগ ম্যাচেই হানা দিয়েছিল বৃষ্টি। ওডিআই বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচও বৃষ্টির জন্য ভেস্তে গেল। শনিবার গুয়াহাটিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ম্যাচ শুরু করাই সম্ভব হল না। টসের পরেই শুরু হয় বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেন ২ দলের ক্রিকেটার ও আম্পায়াররা। কিন্তু ২০ ওভারের ম্যাচও সম্ভব হল না। এই ম্যাচ ভেস্তে যাওয়ায় অবশ্য ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের কোনও সমস্যা নেই। কারণ, সবাই প্রয়োজনীয় বিশ্রাম পেয়ে গেলেন। ভারতীয় দলকে আবার গুয়াহাটি থেকে তিরুঅনন্তপুরমে যেতে হবে। সেখানে মঙ্গলবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ রয়েছে। ইংল্যান্ড দল অবশ্য গুয়াহাটিতেই থাকবে। সোমবার আবহাওয়া ভালো থাকলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ হবে। তারপর ইংল্যান্ড দল উড়ে যাবে আমেদাবাদ। সেখানে ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াই। আজকের ম্যাচ খেলার জন্য সবাই তৈরি। দলের সবাই ফিট। ফলে কোনও সমস্যা নেই।’ কিন্তু ২ দলই খেলার জন্য তৈরি থাকলেও, আবহাওয়া বিরূপ হওয়ায় ম্যাচ শুরু করা গেল না।










