৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় দলে সুযোগ যশস্বী জয়সওয়ালের

High News Digital Desk:

ভারতীয় দলে সুযোগ যশস্বী জয়সওয়ালের :

অপেক্ষার অবসান হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত যে দল ঘোষণা করেছে তাতে যশস্বীর নাম রয়েছে।ছেলের স্বপ্নপূরনের দিনে আবেগতাড়িত বাবাও। চোখের জল আটকে রাখতে পারলেন না যশস্বীর বাবা ভূপেন্দ্র জয়সওয়াল। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সংবাদ সংস্থা পিটিআইকে যশস্বী বলেছেন, ‘ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবরটা শোনার পরই বাবা কাঁদতে শুরু করে। মায়ের সঙ্গে দেখা হয়নি। খুব তাড়াতাড়িই হয়তো দেখা হবে।’জয়সওয়াল বলেছিলেন যে, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি নিজের পছন্দে ব্যাটিং পজিশন নিয়ে ভাবছেনই না। তিনি বলেছেন, ‘আমি জানি না, আমাকে কত নম্বরে ব্যাট করতে হবে। যেখানেই ব্যাট করি না কেন, ভালো পারফরম্যান্স করতে হবে। দেখা যাক আমি সেটা কতটা ভালো করতে পারি। আমি বিষয়টি নিয়ে খুব উত্তেজিত। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সেটাই ভালো ভাবে পালন করব। ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছি।।

 

Scroll to Top