২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

ভারতীয় দলকে রাজভবনে আসার জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস

High News Digital Desk:

 ভারতীয় দলকে রাজভবনে আসার জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস:

আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে রোহিত ব্রিগেড। ক্রিকেটের সবথেকে বড় প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শুভেচ্ছার বন্যায় ভাসছে ভারতীয় ক্রিকেট দল। পাক বধের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ম্যাচ দেখতে হাজির ছিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ক্রিকেট দলকে রাজভবনে আসার আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডল (অতীতের টুইটার) থেকে এ নিয়ে একটি পোস্ট করা হয়েছে। এক্স হ্যান্ডেলের পোস্টে লেখা হয়েছে, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আনন্দ বোস ফোন করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ জয়ের জন্য। তিনি ভারতীয় দলকে রাজভবনে আসার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্রিকেট প্রেমী মানুষের হয়ে এই আমন্ত্রণ জানিয়েছেন তিনি।” পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতের এই জয়ে রীতিমতো উচ্ছ্বসিত দেখিয়েছে প্রধানমন্ত্রীকে। প্রথমে ব্যাট করে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩১ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলেছে ভারত। কলকাতায় ভারতের একটি ম্যাচ রয়েছে। সেটি হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। টিম ইন্ডিয়া খেলতে নামবে ৫ নভেম্বর। তখন রাজভবনে এই সম্মানজ্ঞাপন অনুষ্ঠান হতে পারে বলে সূত্রের খবর। যদিও টিম ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Scroll to Top