৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

ভাঙড়ে রাতভর সংঘর্ষে দুই আইএসএফ কর্মী সহ নিহত তিন

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :   পঞ্চায়েত ভোটের গণনার রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়| দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কাঁঠালিয়া এলাকায় পুলিসের সঙ্গে সংঘর্ষে দুই আইএসএফ কর্মী প্রাণ হারিয়েছেন| মারা গিয়েছেন আরও এক যুবক| তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে স্থানীয় সূত্রে খবর| এ ছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন পুলিসের এক পদস্থ কর্তা এবং আরও এক পুলিসকর্মী| ৱুধবার সকাল থেকেই এলাকায় কড়া পুলিসি নজরদারি শুরু হয়েছে|

মঙ্গলবার ভাঙড়-২ ব্লকের কাঁঠালিয়ার গণনাকেন্দ্রে চলছিল জেলা পরিষদের ভোটগণনা| আইএসএফ নেত্রী রেশমা খাতুন অভিযোগ করেন, তাঁদের জেলা পরিষদের প্রার্থী জাহানারা খাতুন প্রথমে পাঁচ হাজার ভোটে এগিয়ে ছিলেন| কিন্তু রাত সাড়ে ১২টা নাগাদ বিডিও জানান, জাহানারা ৩৬০ ভোটে হেরে গিয়েছেন| এরপরই আইএসএফ নেতৃত্ব দাবি করেন, প্রশাসনের সঙ্গে সেটিং করেছে তৃণমূল কংগ্রেস| তাঁরা পুনর্নির্বাচনের দাবি তোলেন| যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দেয়| কিন্তু মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে| পুলিসের অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা তাদের উপর আক্রমণ শুরু করে| এলাকায় একের পর এক বোমা ও গুলির শব্দে আতঙ্ক ছড়ায়| পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার ৱুলেট ছোড়ে পুলিস| কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়| আইএসএফের পাল্টা অভিযোগ, পুলিস গুলি চালিয়েছে| তাতে তাঁদের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন| প্রাণ হারিয়েছেন হাসান আলি নামে বছর ছাব্বিশের এক কর্মী| কলাডাঙার বাসিন্দা হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার আর জি কর হাসপাতালে| সেখানেই মারা গিয়েছেন তিনি| অন্যদিকে পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিট নাগাদ হাসানকে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণ করেন| তাতেই প্রাণ হারিয়েছেন ওই যুবক|

রাজু মোল্লা নামে আরও এক ৩৫ বছরের ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে ভাঙড়-২ ব্লক এলাকায়| তাঁর পরিবারের দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন| মঙ্গলবার রাতে ঘটকপুকুরে দিদির বাড়িতে যাচ্ছিলেন তিনি| সেই সময় কাঁঠালিয়া এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন রাজু| রক্তাক্ত অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যায় পুলিস| কিন্তু চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| অন্য দিকে, পুলিসের এক পদস্থ কর্তার হাতে গুলি লেগেছে| এক পুলিসকর্মীও গুলিবিদ্ধ হয়েছেন| দুজনকেই নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে|

Scroll to Top