কলকাতা : আরজি করে ভাঙচুরের ঘটনার তদন্তে সিট গঠন করল লালবাজার। ১৪ আগস্ট রাতে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা এখনও অধরা। এবার সেই অপরাধীদের নাগাল পেতে বিশেষ তদন্তকারী দল গঠন করল কলকাতা পুলিশ। এই দলে থাকছেন ১৫ জন সদস্য। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অধিকারিকরাও থাকছেন তদন্তকারী বিশেষ দলে।
চিকিৎসক খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে চলছে তদন্ত। অন্যদিকে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা হাতে নিয়েছে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে আরজি করে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। হাসপাতলের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ অথবা সিআরপিএফ মোতায়নের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।
‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির দিন মধ্যরাতে হঠাৎই হামলা হয় আরজিকরে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতাল চত্বর। হামলায় আক্রান্ত হয় পুলিশও। এই ঘটনায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। সুপ্রিম কোর্টও পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করে। ভাঙচুরের ঘটনায় দেরিতে হলেও সক্রিয় হয় পুলিশ। ভিডিও দেখে চিহ্নিত করে শুরু হয় গ্রেফতারি। তলব করা হয় ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক জনকে। এবার তদন্তে আরও গতি আনতে সিট গঠন করল কলকাতা পুলিশ।






