২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

ভাইরাল অডিয়ো ক্লিপের তদন্তে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা সহ ২, সত্যিই কি ছিল নাশকতার মতলব?

High News Digital Desk:

কলকাতা : জুনিয়র ডাক্তারদের মঞ্চে হামলার অভিযোগ তুলে শুক্রবার যে অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছিল, তার সত্যতা নিয়ে কোনও সংশয় নেই| সাংবাদিক বৈঠক করে এ কথা জানাল বিধাননগর পুলিশ কমিশনারেট| ওই অডিয়োর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে| তাঁদের মধ্যে রয়েছেন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত| তাঁর গ্রেফতারির পর শনিবার সকালে সাংবাদিক বৈঠক করেছে পুলিশ| জানানো হয়েছে, ওই অডিয়োর ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে|

বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে সাংবাদিক বৈঠকে ডিসি অনীশ সরকার বলেন, ভাইরাল অডিয়োতে দুজনের মধ্যে কথোপকথন শোনা গিয়েছে| তাঁদের মধ্যে একজন সঞ্জীব দাস, হালতুর বাসিন্দা| শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে| অন্যজন কলতান দাশগুপ্ত, সিপিএমের যুব সংগঠনের নেতা| পুলিশ আরও জানায়, ধৃত সঞ্জীব এরই মধ্যে স্বীকার করেছেন যে, অডিয়োর একজনের গলা তাঁরই| কলতানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে|

ফোনালাপের অডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে বামেদের অন্দরেও এই নিয়ে বিভিন্ন জল্পনা চলছিল| অবশেষে একপ্রান্তের গলাটি কার, তা প্রকাশ্যে এসেছে| বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন কলতান দাশগুপ্ত| যদিও কলতান নিজে অবশ্য দাবি করেছেন, তাঁকে গ্রেফতারির নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র ও আধুনিক প্রযুক্তি|

ঠিক কী শোনা গিয়েছিল প্রকাশ্যে আসা সেই দূরভাষ কথোপকথনে? কুণালের প্রকাশ করা অডিয়ো ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্য| দ্বিতীয় ব্যক্তি বলেন, অর্ডার হলে করে দে| জবাবে প্রথম ব্যক্তি বলে, যারা পার্টনার আছে সবাই প্রশ্ন করছে| দ্বিতীয় ব্যক্তি বলছেন, কিছু ভেবেই তো বলেছে| তা শুনে প্রথম ব্যক্তি বলেন, আমি এত বছর এই কাজ করেছি, কোনও দিন ভয়ডর লাগেনি| কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে| করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়| অর্থাৎ, অশান্তি পাকানোই ছিল মতলব|

কলতানের গ্রেফতারির পর সুজন চক্রবর্তীর দাবি, এটি সাজানো, ষড়যন্ত্র| আন্দোলনকে ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই অডিয়োটি প্রকাশ্যে আনা হয়েছে বলে দাবি বাম নেতার|

Scroll to Top