দুর্ঘটনার সেই ছবি এখনও চোখের সামনে টাটকা| গত সোমবার কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসে যাত্রী ছিলেন নবদ্বীপের উত্তম সাহা ও তাঁর পরিবারের সদস্যরা| শিউরে ওঠার মতো অভিজ্ঞতার কথা বললেন তাঁরা| বিভীষিকাময় দুর্ঘটনাস্থলকে থেকে মঙ্গলবার ভোরে নবদ্বীপ শহরের বাড়িতে ফিরেছেন উত্তমরা| বছর তেতাল্লিশের উত্তম সাহা, স্ত্রী পম্পি সাহা, সাড়ে চার বছরের একমাত্র সন্তান আয়ুস ও পরিবারের অনান্য সদস্যদের নিয়ে গত ৯ জুন, রবিবার, আগরতলায় যান| ছটি কাটিয়ে ১৬ জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন| কিন্তু কে জানত, মুহূর্তেই ঘটে যাবে এমন ভয়ঙ্কর ঘটনা| সেই দুর্ঘটনার অভিঘাত এতটাই জোরালো যে, এখনও তা নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন সকলে|









