রাজ্যের বহু জায়গায় মহা সমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা| নদিয়ার মায়াপুরে আনন্দ প্লাবন| অন্য দিকে, শিলিগুড়ির বিধান মার্কেট সংলগ্ন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরেও ভক্ত সমাগম|
স্নানযাত্রা উপলক্ষে পুণ্যার্থীতে পরিপূর্ণ হয়ে উঠল মায়াপুরের মন্দির চত্বর| রাজাপুরে ইস্কনের এই দেবালয়ে ভক্তদের কাছে এ এক বড় সুযোগ| বছরে একমাত্র এদিনই যে নিজহাতে জগন্নাথকে স্নান করাতে পারেন তাঁরা! শনিবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভক্তদের ঢল নেমেছিল ইস্কন মন্দিরে| ফুল, ডাবের জল,গঙ্গাজল সহ অর্চনার বিভিন্ন সামগ্রী হাতে সকাল থেকেই পুণ্যার্থীরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান করানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন| ফি-বছর এই একদিনই ভক্তরা তাঁদের পুজ্য দেবদেবীকে স্নান করানোর সুযোগ পান| স্নানযাত্রা শেষে পুণ্যার্থীদের জন্য রীতি মেনে ছিল প্রসাদের ব্যবস্থা|
অক্ষয় ততীয়ায় চন্দনযাত্রার পর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় প্রভ জগন্নাথ দেবের স্নানযাত্রা| আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রা উত্সবের কাউন্টডাউন| তীব্র গরমের পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্বস্তি দিতে নানা আয়োজনে তাঁদের স্নান করানোর প্রাচীন রীতি বহু জায়গাতেই প্রচলিত| সেই রীতি মেনে শনিবার শিলিগুড়ি বিধান মার্কেট সংলগ্ন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরেও পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা| জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নানা রকমের ফলের রস, ঘি, মধু, চিনি আর দই দিয়ে স্নান করানো হল|









