ব্যারাকপুরে অতীন্দ্র মাল্টিপ্লেক্সে বিধ্বংসী আগুন, ক্ষতিগ্রস্ত আশেপাশের বাড়ি| মঙ্গলবার দুপুরে আচমকাই ঘোষপাড়া রোডের একটি মাল্টিপ্লেক্সে আগুন লেগে যায়| মুহূর্তের মধ্যেই রেস্তরাঁ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের শপিং মলে| দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন আগুন নেভানোর জন্য| বেশ কিছক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে|
