বোমা! তবে ধ্বংসাত্মক নয়| বরং ঠিক তার উলটো – সৃজনশীল বোমা| বোমা ফাটিয়ে, আক্ষরিক অর্থে, বীজবপনের আয়োজন| কারা তৈরি করেছে এমন বোমা, জানেন? তৈরি করেছে নদিয়ার রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতন| ভাবনা প্রধান শিক্ষকের| হাত লাগিয়েছে স্কুলেরই পড়ুয়ারা|
না| কোনও বিস্ফোরক উপাদান নয়| ফলের বীজ, মাটি, ভেষজ সার, ছাইয়ের মণ্ড দিয়ে বানানো ২ হাজারের বেশি গোলক| বোমা বললে বোমা! বোমাই তো বলছেন প্রস্তুতকারী ও প্রত্যক্ষদর্শীরা| তো সেই বোমাগুলিকে গুলতি দিয়ে ছোড়া হল বিভিন্ন জায়গায়| উদ্দেশ্য বনসৃজন| সামনেই বর্ষার মরশুম| তাই বৃষ্টির জল এইসব বোমায় পড়লে জন্মাবে অজস্র চারাগাছ| এমন অভিনব বৃক্ষরোপণের পিছনে কাজ করেছে নদিয়ার রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক বিজয়কৃষ্ণ চাকীর স্বকীয় ভাবনা| প্রধান শিক্ষকের কথা মতো বেশ উত্সাহের সঙ্গে এই কাজে হাত লাগিয়েছে স্কুলের কচিকাঁচারা|
রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতনে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৫০০| লেখাপড়ার পাশাপাশি সৱুজায়নের প্রতি পড়ুয়াদের আকৃষ্ট করার মতো চমকপ্রদ এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়|
