বেঙ্গালুরুর কাছে আটকে গেল মোহনবাগান:-
নেক্সটজেন কাপে গ্রুপের শেষ ম্যাচে ফের আটকে গেল মোহনবাগান । নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য ভাবে শেষ হল ম্যাচ। প্রথম ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্টহ্যামের সঙ্গে ড্র করেছিল মোহনবাগান। গতবারের চ্যাম্পিয়ন স্টেলেনবশের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল তাদের। মনে করা হয়েছিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় দিয়ে হয়ত গ্রুপ স্টেজ শেষ করবে সবুজ-মেরুন। তাও সম্ভব হল না।। মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তষ্ট থাকতে হল দুই শিবিরকে। ম্যাচ ড্র করার দরুণ তিন ম্যাচ খেলে মাত্র দুই পয়েন্ট নিয়েই খুশি থাকল সবুজ-মেরুন। এক্ষেত্রে গ্রুপের চারটি দলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করার ফলে টুর্নামেন্টের পঞ্চম স্থানের জন্য প্লে অফের লড়াই করার সুযোগ পাবে বাগান ব্রিগেড।