এদেশীয় অর্থাত্ ঘটি এবং বাঙালদের মধ্যে অনেক ঝগড়া| আর েই তর্ক-বির্তকের মধ্যেই অন্যতম বিষয় হলো ইলিশ| ভরা বর্ষাই লিশের মরশুম| কাজেই অন্যান্য বছর থেকে এই সময়ই ইলিশ কে নিয়ে তর্কাতর্কটি বেশী হয়| ইলিশ ভক্তদের মতে, পদ্মার ইলিশের থেকে ভালো গঙ্গার ইলিশ| কোন ইলিশ ভালো গঙ্গা না পদ্মার সেই নিয়ে তর্ক আছেই| পুজো উপলক্ষে হাওড়ার পাইকারি মাছ বাজারে অবশেষে এলো বাংলাদেশের ইলিশ| বৃহস্পতিবার বিকেলে পেট্রাপোল বন্দরে পদ্মার ইলিশ বোঝাই গাড়ি বারতে প্রবেশ করেছে| পেট্রাপোল বন্দর দিয়ে প্রায় ৪০ টন ইলিশ রুপোলি শস্য এসেছে বাংলায়| ভোজন-রসিক বাঙালির ইলিশের রসনাতপ্তিতে এবার আর ইলিশের খামতি থাকবে না| সামনেই দুর্গাপুজো আছে| তার আগেই পশ্চিমবঙ্গের জন্য ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ| ছোটো ইলিশের সাথে সাথে বড়ো ইলিশ পাওয়া যাবে|










