৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বৃষ্টিতে জল জমে ভোগান্তি মোরাদাবাদে, জলমগ্ন ১৫-২০টি বাড়ি

High News Digital Desk:

অবিরাম বৃষ্টিপাতের ফলে উত্তর প্রদেশের মোরাদাবাদের কিছু অংশে জল জমে গিয়েছে। বাড়িতেও ঢুকে গিয়েছে জল। নিকাশী ব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। ভোলানাথ কলোনির অবস্থা খুবই খারাপ। স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রায় ১৫-২০টি বাড়ি জলে ডুবে গিয়েছে। বৃষ্টির জলের সঙ্গে ড্রেনের জলও কলোনিতে জলাবদ্ধতার সৃষ্টি করেছে।”

মোরাদাবাদের অতিরিক্ত পৌর কমিশনার অজিত কুমার বলেন, “পৌর কমিশনারের নির্দেশ অনুসারে, আমরা ২০ মে-র আগে সমস্ত ড্রেন পরিষ্কার করেছি। ফলস্বরূপ, শহরের ৯০% জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছি। ভোলানাথ কলোনির মতো নিচু এলাকায় অবস্থিত কলোনিগুলি – একটি অননুমোদিত কলোনি এবং একাধিক দখলদারিত্ব রয়েছে – তাই জলমগ্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।”

Scroll to Top