৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বুধে ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি, মানবে না নবান্ন, জারি নির্দেশিকা

High News Digital Desk:

কলকাতা : মঙ্গলবারের নবান্ন অভিযানে ছাত্র সমাজের উপর পুলিসি দমনপীড়নের অভিযোগে বুধবার ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি| মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে বুধের সকাল ৬টা থেকে সন্ধে ৬টা বাংলা বনধের ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার| অন্যদিকে বুধবার বাংলাকে সচল রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন| তৃণমূল কংগ্রেসেরও হুঁশিয়ারি, কোনও ধর্মঘট হবে না|

মঙ্গলবার দুপুরে বিজেপির বাংলা বনধের ঘোষণার পরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়| আর জি কর হাসপাতালের ঘটনা এবং তা নিয়ে আন্দোলনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বলেন, তদন্ত চাওয়ার এবং সুবিচার চাওয়ার দায়িত্ব ও অধিকার আমাদের সকলেরই আছে| কিন্তু আজ (মঙ্গলবার) মহানগরকে এবং তারপর কাল (বুধবার ) বাংলাকে স্তব্ধ করার যে প্রয়াস হল এবং হচ্ছে, তা সম্পূর্ণ অসমর্থনীয়| ছাত্রছাত্রীদের পড়াশোনা, পরীক্ষা আছে এবং চলছে| শারদোৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে| ব্যবসায়ী, কর্মজীবী, পেশাজীবী, বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে| শিক্ষা ও স্বাস্থ্য সহ সমস্ত আপদকালীন পরিষেবা বিপন্ন| এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছে আগামী কালের প্রস্তাবিত বন্ধকে মেনে নেওয়া হবে না| সকলের কাছে অনুরোধ এই বনধে অংশ নেবেন না| এ ব্যাপারে রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশে সরকারের বিশেষ নির্দেশও ঘোষণা করে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিক ভাবে আসবেন|

বনধে জনজীবন সচল রাখতে জনসাধারণকে তাই অংশ না নেওয়ার নির্দেশ সরকারের| সব কিছু চালু রাখতে বলা হয়েছে বুধবার| পাশাপাশি অফিস-কাছারিতে আসতে হবে সরকারি কর্মীদের, দোকানপাট খুলে রাখতে হবে, যানবাহন স্বাভাবিক রাখতে হবে বলেও বেসরকারি বাস, মিনিবাস মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে| বাংলাকে সর্বতোভাবে সচল রাখতে হবে|

এর পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও ধর্মঘটের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, কোনও বনধ হবে না| মানুষ বাংলা বনধের ডাক ব্যর্থ করুন| চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে ধর্মঘটের ডাক, জনজীবন স্বাভাবিক রাখুন| এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত, বলেন কুণাল| নবান্ন অভিযানের চূড়ান্ত সমালোচনা করে তিনি আরও বলেন, নবান্ন অভিযান নয়, সমাজবিরোধীদের অভিযান| এখন জাস্টিস নয়, চেয়ার চাই| বিজেপির মুখোশ খুলে গিয়েছে, বলেন তৃণমূল মুখপাত্র|

 

Scroll to Top