৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

বুধে চারধাম যাত্রার সূচনা, হরিদ্বার থেকে রওনা পুণ্যার্থীদের প্রথম দল

High News Digital Desk:

দীর্ঘ প্রতীক্ষার পর অভিশেষে বুধবার, ৩০ মে শুরু হতে চলেছে এই বছরের চারধাম যাত্রা। আগামীকাল পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা। তার আগে মঙ্গলবার উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা হল পুণ্যার্থীদের প্রথম দল।

আগামীকাল অক্ষয় তৃতীয়া, পবিত্র এই দিনেই উন্মুক্ত হতে চলেছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দরজা। এরপর ২ মে কেদারনাথ ও ৪ মে পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দিরের দরজা। সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে মন্দিরগুলি।

Scroll to Top