৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বুধবার বিশেষ পরিবর্তন নেই তাপমাত্রায়, দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

High News Digital Desk:

রোদের তেজ, সেইসঙ্গে বেলা বাড়লে গরম। ভরা বসন্তে গ্রীষ্মের অনুভূতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অস্বস্তি বাড়বে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.২ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিকে, চলতি সপ্তাহে উত্তরবঙ্গে চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবারও দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে বলেই জানা গিয়েছে।

Scroll to Top