২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

বুধবার এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট

High News Digital Desk:

বুধবার বার্মিংহামের এজবাস্টনে শুরু দ্বিতীয় টেস্ট। লিডসের প্রথম টেস্ট হেরেছে ভারত। এই ম্যাচ জিতে নিশ্চয় সিরিজে সমতা ফেরাতে চাইবে সফরকারী ভারত। কিন্তু এই মাঠে ভারতীয়দের টেস্ট–অভিজ্ঞতা মোটেও সুখকর নয়।

ভারত প্রথমবার এই মাঠে খেলে ১৯৬৭ সালে,পতৌদির নেতৃত্বে। তখন থেকে সর্বশেষ ২০২২ সাল পর্যন্ত বুমরার নেতৃত্বে এজবাস্টনে মোট ৮ টেস্ট খেলে ৭টিতেই হেরেছে ভারত। এর মধ্যে ৩টি হার ইনিংস ব্যবধানে। একমাত্র ড্র ১৯৮৬ সালে কপিল দেবের অধিনায়কত্বে।

৮ টেস্টের ১৬ ইনিংসে মাত্র দুবার ভারতের সংগ্রহ ৩০০ ছুঁয়েছে। আর এই মাঠে ভারতের সর্বনিম্ন রান ৯২।

এজবাস্টনে ভারত সবশেষ টেস্ট খেলেছে এর আগের সফরেই। করোনায় আক্রান্ত হওয়ায় নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও চোটের কারণে সহ–অধিনায়ক লোকেশ রাহুল ২০২২ সালের সেই টেস্টে খেলতে পারেননি। তাই প্রথমবারের মতো নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় বুমরাকে।

বোলিং দিয়ে বিশ্ব ক্রিকেট মাতানো বুমরা টেস্ট অধিনায়কত্বের অভিষেকে ব্যাট হাতে গড়েন বিশ্ব রেকর্ড! ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে কোনও বোলারের এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার নজির ওই ম্যাচেই গড়েন বুমরা।

এজবাস্টনে ভারতের প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডের এক ওভার থেকে আসে ৩৫ রান। বুমরা ৪টি চার, ২টি ছক্কা ও ১ সিঙ্গেলে একাই নেন ২৯ রান। এর আগের রেকর্ডটি ছিল ব্রায়ান লারার, ২৮ রান।

এজবাস্টনে ভারতের এই অতীত দুঃস্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে আরো একটি দুশ্চিন্তা। শোনা যাচ্ছে,চোটপ্রবণ বুমরাকে চোটমুক্ত রাখতে নাকি সিরিজে দুটি টেস্টে তাঁকে বিশ্রামে রাখা হতে পারে। তার মধ্যে থাকছে এজবাস্টন টেস্ট।

সুতরাং এজবাস্টন টেস্ট বুমরাহ না খেললে ভারতের চিন্তা আরও বাড়বে।

Scroll to Top