২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

বুধবার অতি বিরল মহাজাগতিক দৃশ্য, রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন

High News Digital Desk:

এক অতি বিরল মহাজাগতিক দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে বুধবার। এদিন পূর্ণিমায় আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। ২০৪৩ সালের আগে আর এমন মহাজাগতিক ঘটনা ঘটবে না।

সূর্য এবং চাঁদের কৌণিক মহাজাগতিক অবস্থান। এর পোষাকি নাম স্ট্রবেরি মুন। দিগন্ত রেখা থেকে এদিন চাঁদ সবথেকে কাছাকাছি থাকবে। সেই কারণে পৃথিবীর বায়ু মন্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে চাঁদের আলো অতিক্রম করে চোখে ধরা দেবে। পৃথিবী তার কক্ষে সূর্যের থেকে সাড়ে ২৩ ডিগ্রি কৌণিক ভাবে হেলে আছে। জুন মাসে পৃথিবীর বুকে সবথেকে সরাসরি সূর্যের আলো পড়ে। পৃথিবীর উপগ্রহ চাঁদ গড়ে ৪ লক্ষ কিলোমিটার দূরে থাকে। সেই কারণে পৃথিবীর কক্ষ হেলে থাকায় চাঁদ সচরাচর সাড়ে ৫ ডিগ্রি কৌণিক অবস্থানে থাকে। এরমধ্যে কখনও চাঁদ সাড়ে ৫ ডিগ্রি নিচে বা ওপরে থাকে। স্ট্রবেরি মুনের সময় সব থেকে নিচের দিকের সাড়ে ৫ ডিগ্রি কৌণিক অবস্থানে চলে আসে। যা ১৮ বছরে মাত্র ১ বার হয়। স্ট্রবেরি মুন শেষ বার দেখা গিয়েছিল ২০০৬ সালের জুন মাসে। আবার দেখা যাবে ২০৪৩ সালের জুন মাসে।

উল্লেখ্য, আগে ঋতুর গতিপ্রকৃতি বোঝার জন্য পূর্ণিমার ব্যবহার করা হত। স্ট্রবেরি মুন এই নামটি উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসী আমেরিকান উপজাতি অ্যালগনকুইনদের কাছ থেকে এসেছে। এটি স্ট্রবেরির পাকা মরশুমকে চিহ্নিত করে। উপজাতিরা এটিকে বেরি রিপেন মুন নামেও ডাকে।

Scroll to Top