বুধবারই বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে রিলিজ:
বুধবারই বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে। বুধবার সকালে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, এখন অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ি যেতে পারবেন শুনে দারুণ আনন্দ পেয়েছেন তিনি। ২৯ জুলাই ফুসফুসে সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎকদের তৎপরতায় তার পর থেকে লাগাতার উন্নতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার। বুদ্ধদেব ভট্টাচার্য আপাতত হোম কেয়ার সিস্টেমে থাকবেন। হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত তাঁকে দেখতে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে যাবেন।মঙ্গলবারই বেলার দিকে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের ঘর ঘুরে দেখে এসেছে। কোন জায়গায় বিছানা থাকবে, কোন জায়গায় থাকবে চিকিৎসার সরঞ্জাম, সবটাই ঠিক করে দেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ড জানায়, পাম অ্যাভিনিউর বাড়িতে ফিরলেও আগামী একমাস তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ২৪ ঘণ্টা তাঁর বাড়িতে থাকবেন এই হাসপাতালেরই নার্স।