৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ বুধবার ২১ অক্টোবর ২০২৫

বীরভূমে লাইনচ্যুত মালগাড়ি, থমকে আপ লাইনে ট্রেন চলাচল

High News Digital Desk:

বীরভূমে লাইনচ্যুত হয়ে গেল কয়লাবোঝাই একটি মালগাড়ি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ রোড রেলস্টেশনের কাছে। রেল সূত্রের খবর, সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। হঠাৎই কয়লাবোঝাই ওই মালগাড়িটির একটি বগির চাকা ভেঙে যায়। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।

বীরভূমের তারাপীঠ রোড স্টেশনের দাঙ্গাল রেলগেটের কাছে সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় বর্ধমান-রামপুরহাট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বীরভূম রেলস্টেশনে দাঁড়িয়ে পড়ে হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস, শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ইত্যাদি। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Scroll to Top