২৭ কার্তিক ১৪৩২ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২ বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫

বিহারে শুক্রবার ভোটের ফল, ২৪৩-এ জিততে চাই ১২২টি আসন

High News Digital Desk:

বিহারে ১৪ নভেম্বর, শুক্রবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে জিততে দরকার ১২২টি আসন। বিহারে এবার দুই দফায়, যথাক্রমে ৬ ও ১১ নভেম্বর ভোট হয়েছে। গত ৬ নভেম্বর প্রথম দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়েছিল ৬৫.০৮ শতাংশ। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনেও ব্যাপক ভোট পড়ে।

বিহারের ২৪৩টি বিধানসভা কেন্দ্রে লড়াই মূলত এনডিএ এবং আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের মধ্যে হয়েছে। লড়াইয়ে আছে প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর জন সুরজ পার্টিও। মোট ২৪৩টি আসনের মধ্যে ১০১টি আসনে লড়েছে বিজেপি, আর নীতীশ কুমারের জেডিইউ ১০১টি আসনে লড়ছে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) লড়ছে ২৯টি আসনে। অন্য দিকে, বিহারের অনেক বিধানসভা কেন্দ্রেই মহাগঠবন্ধনের জোটসঙ্গীরা একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে।

Scroll to Top