৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের সেরা সাত ফ্র‍্যাঞ্চাইজির তালিকায় সবার ওপরে আইপিএল

High News Digital Desk:

বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের তালিকা প্রকাশ হয়েছেl যেখানে সেরা ৭ টুর্নামেন্টের তালিকায় সবার ওপরে আইপিএল। বিবিসি ও ক্রিকভিজের পর্যবেক্ষণে দুই নম্বরে পিএসএল। এছাড়া বিগব্যাশ, আইএল টি-২০, সিপিএল ও এসএ টি-২০ আছে সেরা সাতে। এর পরই আছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো। অথচ, আইপিএল আর বিগ ব্যাশ বাদে বাকি সবকটিরই জন্ম হয়েছে বিপিএলের বেশ পরে। আর বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের তালিকায় নেই বিপিএলের নাম। টুর্নামেন্টের মান, দর্শক আগ্রহ, ম্যাচের ফলাফলের ওপর গুরুত্ব দিয়ে এই পর্যবেক্ষণে করা হয়েছে।

Scroll to Top