বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ব্যবসা ও বিনিয়োগের জন্য প্রস্তুত বাংলা:
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বদলে যাওয়া বাংলা ব্যবসা ও বিনিয়োগের জন্য প্রস্তুত। আসুন বিনিয়োগ করুন। এখানে কোনও শ্রমিক ধর্মঘট হয় না। মজুত লগ্নির উপযুক্ত পরিবেশ। মঙ্গলবার সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অক্সফোর্ডের সহ-উপাচার্য অধ্যাপক জোনাথন মিকি উপস্থিত ছিলেন। তিনি মুখ্যমন্ত্রীকে তাঁদের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘আমরা তাঁকে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি এবং তাঁর সংগ্রাম এবং কৃতিত্ব সম্পর্কে কথা বলতে অনুরধ করেছি। আমরা তার জীবনের প্রতিফলন এবং বর্ণবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে তার দৃষ্টিভঙ্গি এবং নীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছি’। বাংলার ব্র্যান্ড অ্য়াম্বাসাডর হিসাবে খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায় সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের নাম ঘোষণা করেন। এরপর সময় যত এগিয়েছে ততই একের পর এক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিরাও নিরাশ করেননি মুখ্যমন্ত্রীকে। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি বাংলায় বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। একের পর এক শিল্পপতি বাংলায় বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। জেকে গোষ্ঠী ফের বাংলায় আসার প্রতিশ্রুতি দিয়েছেন। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি বাংলার মুখ্য়মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী ৩-৪ বছরের মধ্যে এই রাজ্য়ে আরও ২০ হাজার কোটি বিনিয়োগ করা হবে। হেলথের চেয়ারম্যান ডা. দেবী শেঠী জানিয়েছেন, ১০০০ বেডের একটি মাল্টি সুুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করবেন তিনি। বিনিয়োগ হবে ১০০০ কোটির বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমি বাংলা মাধ্যম স্কুলে পড়েছি। আমি ইংলিশিয়ান নই, বেঙ্গলিয়ান। তবে আমি অনেক ভাষা বলতে পারি।’ এদিনের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের রং একটাই। আমরা ধর্মের নামে বিভাজন করি না।’