ঘরের মাঠে উরুগুয়েকে হারাতে পারল না বলিভিয়া। অমীমাংসিতভাবে শেষ হল ম্যাচ। লাভ হল আর্জেন্টিনার। ব্রাজিল ম্যাচের আগেই তারা চলে গেল বিশ্বকাপে। বলিভিয়ার লা পাসে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে টেবিলের প্রথম ৬ দল সরাসরি যাবে মূল পর্বে। এর মধ্যে একটি দল আর্জেন্টিনা নিশ্চিত হয়ে গেল।১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। টেবিলের চতুর্থ স্থানেই থাকল উরুগয়ে, ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। আর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বলিভিয়া।










