- বিশ্বকাপ ট্রফির উপর পা রাখা নিয়ে সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না মিচেল মার্শ
বিশ্বকাপ ট্রফির উপর পা রাখা নিয়ে সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না মিচেল মার্শ। এই বিতর্কে মুখ খুললেন তিনি। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার বলেছেন, ‘আমার বিশ্বকাপ ট্রফির উপর পা রেখে ছবি তোলার ক্ষেত্রে কোনওরকম অশ্রদ্ধা ছিল না। আমি এটা নিয়ে বেশি কিছু ভাবিনি। আমি সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে বিশেষ কিছু দেখিনি। যদিও আমাকে অনেকে বলেছে, সোশ্যাল মিডিয়ায় আমার এই ছবি নিয়ে অনেক আলোচনা চলছে। আমি কিন্তু সেরকম কিছুই করিনি।’ মার্শ এই দাবি করলেও, তিনি কেন বিশ্বকাপ ট্রফির উপর পা রেখেছিলেন, সেটা বলেননি। অস্ট্রেলিয়া দলের অন্য কেউ এরকম আচরণ করেননি। একা মার্শই বিশ্বকাপ ট্রফির উপর পা রেখেছিলেন। সেই কারণেই তাঁর সমালোচনা করা হচ্ছে। ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই দেশে ফিরে গিয়েছেন মার্শ। অস্ট্রেলিয়ার হয়ে যাঁরা বিশ্বকাপে খেলেছেন, তাঁদের মধ্যে অল্প কয়েকজন টি-২০ সিরিজ খেলার জন্য ভারতে থেকে যান। বাকিরা দেশে ফিরে যান। এ প্রসঙ্গে মার্শ বলেছেন, ‘যারা ভারতে থেকে গিয়েছে তাদের পক্ষে টানা খেলে যাওয়া কঠিন। আমাদের স্বীকার করতেই হবে, আমরা অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছি। ভারতের বিরুদ্ধে এই সিরিজ গুরুত্বপূর্ণ। কিন্তু আমরাও তো মানুষ। আমাদের দিকটাও দেখতে হবে। আমাদের দল সদ্য বিশ্বকাপ জিতেছে। দলের সবার এই জয় উদযাপন করার জন্য কিছুটা সময় প্রাপ্য। পরিবারের সঙ্গেও দলের সবার সময় কাটানোর সুযোগ পাওয়া উচিত। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে সিরিজও চলছে। এই পরিস্থিতিতে কী করা উচিত সে ব্যাপারে কেউই ঠিকমতো কিছু বলতে পারে না। আশা করি ভবিষ্যতে বড় কোনও টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই এই ধরনের সিরিজ আয়োজন করা হবে না।’










