- বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার হুমকি, ১১ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী
শনিবার ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই উত্তেজক ম্যাচ হতে চলেছে। এই ম্যাচ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। স্টেডিয়ামে দর্শক ও ক্রিকেটারদের নিরাপত্তার জন্য থাকবেন ১১ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী। গুজরাট পুলিশ, এনএসজি, র্যাফ, হোমগার্ডের কর্মীদের মোতায়েন করা হবে। সোমবার এই খবর জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক। সম্প্রতি ‘দ্য শিখস ফর জাস্টিস’ সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন হুমকি দিয়েছে, ভারতে ওডিআই বিশ্বকাপের সময় সন্ত্রাসবাদী হামলা চালানো হবে। একটি অডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, ‘শহিদ নিজ্জরের হত্যাকাণ্ডে আমরা আপনাদের বুলেটের বদলে ব্যালট ব্যবহার করব। আপনাদের হিংসার বিরুদ্ধে আমরা ভোট দিতে চলেছি। মনে রাখবেন, ৫ অক্টোবর বিশ্বকাপ ক্রিকেট হবে না, সন্ত্রাসের বিশ্বকাপের সূচনা হবে।’ যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ভারত-পাকিস্তান ম্যাচে কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শক একসঙ্গে খেলা দেখতে পারেন। ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারি পূর্ণ থাকবে। দর্শকদের ভিড়ে মিশে যাতে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে না পারে, সেটা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। সন্ত্রাসবাদীরা যাতে রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল বা পারমানবিক হামলা চালাতে না পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরাও ভারত-পাকিস্তান ম্যাচের দিন আমেদাবাদে থাকবেন। সম্প্রতি মুম্বই পুলিশ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি ই-মেইল পেয়েছে। এই ই-মেইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছা। প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামেও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। সেই কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে।