২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ এ-র প্রথম ম্যাচে কুয়েতকে ১-০ হারিয়ে দিল ভারত

High News Digital Desk:
  • বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ এ-র প্রথম ম্যাচে কুয়েতকে ১-০ হারিয়ে দিল ভারত

২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ এ-র প্রথম ম্যাচে কুয়েতকে ১-০ হারিয়ে দিল ভারত। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে জয় পেলেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুরা। ৭৫ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের ক্রস থেকে একমাত্র গোল করেন মনবীর সিং। এই গোলেই জয় পেল ভারত। এরপর ২০২৪ সালের ৬ জুন হোম ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে ভারত। এই গ্রুপের বাকি ২ দল ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কাতার ও আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮-১ উড়িয়ে দিয়েছে কাতার। ফলে গ্রুপে কাতারের বিরুদ্ধেই সবচেয়ে কঠিন লড়াই ভারতের। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে কুয়েত। ফলে অ্যাওয়ে ম্যাচ হলেও, ভারতের জয় প্রত্যাশিত। আফগানিস্তানের বিরুদ্ধেও ভারতীয় দল জয় পাবে বলেই আশা করা হচ্ছে। কিন্তু কাতারের বিরুদ্ধে লড়াই অত্যন্ত কঠিন। মঙ্গলবার ভুবনেশ্বরে কাতারের মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, এরপর কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে নাওরেম মহেশ সিং, সন্দেশ ঝিঙ্গানদের। তার আগে হোম ম্যাচে ভালো ফল হলে সুবিধাজনক জায়গায় থাকবে ভারত। ২০২৪ সালের মধ্যে পুরুষদের সিনিয়র পর্যায়ে বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সাফল্যের লক্ষ্যে সুনীল ছেত্রীরা।

Scroll to Top