২৬ মার্চ বিশ্বকাপ বাছাই পর্ব-এ সুপার ক্লাসিকো ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে আর্জেন্টিনার। সেই ম্যাচ থেকে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কায় রয়েছেন ৭ ব্রাজিলিয়ান ফুটবলার। ছিলেন ১০ ফুটবলার, কিন্তু ইনজুরির কারণে শনিবার দল থেকে বাদ পড়েছেন নেইমার এডারসন ও দানিলো।
কারণ আর্জেন্টিনা ম্যাচের আগে ২১ মার্চ ব্রাজিল ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচে একটি হলুদ কার্ড দেখলেই আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন ব্রাজিলের স্কোয়াডে এমন ফুটবলার আছেন ৭ জন। কনমেবলের নিয়ম অনুযায়ী, কোনও ফুটবলার বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখলে তিনি পরের ম্যাচে খেলতে পারবেন না। সে কারণে কলম্বিয়া ম্যাচে খুব সতর্কতার সঙ্গে হলুদ কার্ড এড়িয়ে খেলতে হবে ব্রাজিলের এই ৭ ফুটবলার – ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, রদ্রিগো, গ্যাব্রিয়েল মাগালেস, ব্রুনো গুইমারেস, আন্দ্রে, ম্যাথিউস কুনহাকে।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ব্রাজিল খুব খারাপ জায়গায় রয়েছে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান পাঁচে। সুতরাং ঘরের মাঠে কলম্বিয়া ম্যাচে এদের মধ্যে কেউ হলুদ কার্ড দেখলেই ব্রাজিলের বিপদ। উল্লেখ্য, পয়েন্ট তালিকায় ব্রাজিলের আগে আছে আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া।