৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপের ট্রফির সঙ্গে এবার দেখা গেল কিং খানকে

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  ভারতের ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ। উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়া শুরু করে দিয়েছে। তার মধ্যেই চমক দিল আইসিসি। বিশ্বকাপের ট্রফির সঙ্গে এবার দেখা গেল  শাহরুখ খানকে। বুধবার রাতে একটি ছবি টুইট করা হয় আইসিসির তরফে। পোস্টের ক্যাপশনে আইসিসির তরফে লেখা হয়, “কিং খান..#CWC23″। যেখানে দেখা যায় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ওডিআই ট্রফির দিকে তাঁকিয়ে  থাকতে দেখা যাচ্ছে। গত কাল রাত থেকেই সকলে ভাবতে শুরু করেছিল এ বারের ওডিআই বিশ্বকাপে নিশ্চিত ভাবে জড়িয়ে পড়তে চলেছেন শাহরুখ খান। আর ৭৭দিন পর ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আজ তারই আভাস দিল আইসিসি। আইসিসি এবং বিসিসিআই যৌথ উদ্যোগে ওডিআই বিশ্বকাপের জন্য নতুন প্রচারাভিযান শুরু করল। মুম্বইয়ে এই অভিযান লঞ্চ করা হল। ট্রফি ট্যুর চলছে বিশ্বজুড়ে। বিশ্বকাপ ট্রফিটি ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। ক্রিকেট সমর্থকদের বিশ্বকাপ ট্রফিকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দেবে। কলকাতাতেও বিশ্বকাপের ট্রফি কয়েকদিন আগেই এসেছিল। ট্রফিকে স্বাগত জানাতে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী।

Scroll to Top