- বিশ্বকাপার রোনাল্ডিনহোর হাত থেকে কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপের ট্রফি নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব
সব ঠিকঠাক চললে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান বিশ্বকাপার রোনাল্ডিনহোর হাত থেকে কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপের ট্রফি নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব । ১৬ অথবা ১৭ অক্টোবর বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার ইচ্ছে আইএফএ-র। সেখানেই রোনাল্ডিনহোকে প্রধান অতিথি করে, তাঁর হাত দিয়ে লিগ চ্যাম্পিয়নশিপের পুরস্কার তুলে দেওয়ার ইচ্ছে আইএফএর। প্রথমে ঠিক ছিল, শতদ্রু দত্তর হাত ধরে পুজোর সময় আর্জেন্টাইন বিশ্বকাপার অ্যাঞ্জেল ডি’মারিয়া কলকাতায় আসবেন। কিন্তু ষষ্ঠীর আগে ডি’মারিয়ার পক্ষে কলকাতায় পা দেওয়া সম্ভব হচ্ছে না জেনে, দ্রুত সিদ্ধান্ত বদল করে ব্রাজিলিয়ান বিশ্বকাপার রোনাল্ডিনহোকে আনার সিদ্ধান্ত নেন শতদ্রু। সেই পরিকল্পনা মতো ১৫ অক্টোবর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের জাদুকর। কলকাতায় থাকার কথা ১৬ আর ১৭ অক্টোবর। এর মাঝেই চারটি দুর্গাপুজোর প্যান্ডেলেও যাবেন প্রাক্তন এই ব্রাজিলিয়ান তারকা। আপাতত ঠিক হয়েছে, মন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি স্পোর্টিং, আহিরীটোলা, কামালগাজি গ্রিনপার্ক এবং বারুইপুরের একটি পুজোতে উপস্থিত থাকবেন রোনাল্ডিনহো। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে আইএফএ। ঠিক করে ফেলেছে, রোনাল্ডিনহো কলকাতায় থাকাকালীন নিজেদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করে নিতে পারলে তা অন্য মাত্রা যোগ করবে।