৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিরোধীদের বিক্ষোভ, সোমবার পর্যন্ত মুলতবি সংসদ

High News Digital Desk:

শুক্রবারও মুলতুবি হয়ে গেল সংসদ অধিবেশনের দুই কক্ষই। অধিবেশন ফের বসবে আগামী সোমবার। বিরোধীরা আদানি ও সম্ভল ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে আসছিল। শুক্রবার রাজ্যসভায় অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীরা প্রতিবাদ জানাতে থাকেন।

শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি ইস্যুতে সংসদে হট্টগোল করেন বিরোধীরা। যার জেরে এখনও পর্যন্ত সেভাবে সংসদ চালানোই যায়নি। শুক্রবারও অধিবেশন শুরুর পরপরই বিরোধীরা বিক্ষোভ দেখাতে থাকেন।

রাজ্যসভার চেয়ারম্যান বলেন, গত এক সপ্তাহ ধরে বিরোধীরা বারবার একই কাজ করছেন। এই কারণে আমরা তিনটি কার্যদিবস হারিয়েছি। ক্রমবর্ধমান বিশৃঙ্খলার জেরে সোমবার সকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। অন্যদিকে, লোকসভার কার্যক্রমও প্রথমে দুপুর ১২টা পর্যন্ত এবং পরে সারাদিনের জন্য মুলতবি করা হয়। এদিন সকালে অধিবেশন শুরু হলে লোকসভার স্পিকার বলেন, সংসদ সুষ্ঠুভাবে চলছে এটা দেশের মানুষ দেখতে চায়।

Scroll to Top