৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিরাট কোহলি তাঁর ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করে অনেক রেকর্ড ভেঙে দিয়ে গড়েছেন

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা :  বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন বিরাট কোহলি। টেস্ট কেরিয়ারে ২৯তম সেঞ্চুরিতে ছুঁয়েছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। এই ম্যাচ আরও স্মরণীয় হয়ে থাকল বিরাটের জন্য। ‘এক’ শতরানে ছাপিয়ে গেলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। প্রত্যাশা বাড়ালেন আরও অনেক বেশি। টেস্ট কেরিয়ারে ২৯তম শতরানটি আন্তর্জাতিক কেরিয়ারে বিরাটের ৭৬তম। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। শীর্ষে সচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি একশো রয়েছে সচিনের। তবে ৫০০ ম্যাচের নিরিখে সচিনের চেয়ে এগিয়ে বিরাট। ৫০০ আন্তর্জাতিক ম্যাচে সচিন তেন্ডুলকরের শতরানের সংখ্যা ছিল ৭৫। সেখানে ৫০০তম ম্যাচে বিরাট কোহলির ৭৬টির শতরান। কেরিয়ারের প্রথম ৫০০ আন্তর্জাতিক ম্যাচে শতরানের সংখ্যায় শীর্ষে বিরাট। দ্বিতীয় স্থানে সচিন। তালিকায় রয়েছেন জ্যাক কালিস, রিকি পন্টিংরাও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ৫০০ আন্তর্জাতিক ম্যাচে করেছিলেন ৬৮টি সেঞ্চুরি। জ্যাক কালিসের রয়েছে ৬০টি সেঞ্চুরি। সচিনকে স্পর্শ করতে গেলে এখনও ২৪ সেঞ্চুরি করতে হবে বিরাটকে। যে সংখ্যাটা  ছোট নয়। কোহলির সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।পাঁচ বছর পর বিদেশের মাটিতে সেঞ্চুরি প্রসঙ্গে কোহলি বলেন, ”দলের স্বার্থে আমি সবসময় খেলতে চাই। রান করতে চাই। যখনই দলের আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন পরবে, তখনই নিজের সেরাটা দিতে মরিয়া থাকি আমি। দেশের হয়ে ৫০০ ম্যাচ খেলতে পারছি, এটার জন্য আমি সৌভাগ্যবান।

Scroll to Top