৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

 বিমার আওতায় চলে আসবেন রাজ্য পুলিশের কর্মীরা

High News Digital Desk:

 বিমার আওতায় চলে আসবেন রাজ্য পুলিশের কর্মীরা:

বিমার আওতায় চলে আসবেন রাজ্য পুলিশের কর্মীরা।  রাজ্যে পুলিশের কর্মীদের জন্য ১০ লাখ টাকার দুর্ঘটনা বিমা বা অ্যাক্সিডেন্টাল ইনসিওরেন্স চালু করছে সরকার। বছরে একবার মাত্র ২১৮ টাকার প্রিমিয়াম দিলেই পুলিশকর্মীরা এই বিমার সুবিধা পাবেন। এই বিমার মধ্যে ওই পুলিশ কর্মীদের ছেলেমেয়ের পড়াশোনার খরচ থেকে অ্যাম্বুলেন্স ভাড়া সবই রাখা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়লেই পুলিশ কর্মীরা এই বিমার আওতায় আসবেন। কোনও দুর্ঘটনায় রাজ্য পুলিশের কোনও কর্মীর মৃত্যু হলে বা তিনি পঙ্গু হয়ে গেলে এতদিন তাঁর পরিবার সাত লাখ টাকা পেত। সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১০ লাখ করা হয়েছে।  কর্মরত পুলিশ কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীরাও এই বিমার সুবিধা পেতে পারেন। যদি তাঁরা চান তবেই। ২১ সেপ্টেম্বর থেকে এই বিমার সুবিধা মিলবে।এমন সুবিধা আগে পেতেন না রাজ্য পুলিশের কর্মীরা। এই বিমায় এত সুবিধা আছে তা আগে জানতেন না রাজ্য পুলিশের কর্মীরা। ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিআইজি কৃষ্ণকলি লাহিড়ি এই বিমা নিয়ে একটি নির্দেশিকা রাজ্য পুলিশের সব ইউনিট এবং সমস্ত জেলার পুলিশ সুপারকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর।

Scroll to Top