২২ কার্তিক ১৪৩২ রবিবার ০৮ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২ রবিবার ০৮ নভেম্বর ২০২৫

বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছিলেন ব্যবসায়ী সঞ্জয়, ৭ ঘন্টা বাদে নিজেও প্রয়াত

High News Digital Desk:

আহমেদাবাদে বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছিলেন তিনি। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন। তার কিছুক্ষণ বাদেই খবর এল তিনি, মানে সঞ্জয় নেই। বিমান দুর্ঘটনার উত্তাল খবরে সঞ্জয় কপূরের মৃত্যুর মাত্রা কিছুটা কমে গেলেও বলিউডের একাংশ বেশ মুষড়ে পড়ে।

২০০৩ সালে করিশ্মার সঙ্গে বিয়ের পর দুই সন্তানের জনক হন. প্রায় ১১ বছর হল আইনি বিচ্ছেদ হয় সঞ্জয়ের। ২০১৬ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি। বৃহস্পতিবার সঞ্জয় দিব্যি পোলো খেলছিলেন। হঠাৎ একটা মৌমাছি গলায় ঢুকে যায় তাঁর। চেষ্টা করে সেটা বার করতে না পারায় ঘাবড়ে যান, বিচলিত হয়ে যান। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসা করার কোনও সুযোগ দেননি সঞ্জয়।

চিকিৎসকদের কথায়, বিষক্রিয়ার কারণেই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। তারপরই চোখের নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

বৃহস্পতিবার রাত থেকেই করিশ্মার বাড়ির সামনে ছবি–শিকারিদের ভিড়। কাঁদো কাঁদো মুখে গাড়ি থেকে নেমে সোজা ঢুকে গেলেন করিনা কপূর। থমথমে মুখ নিয়ে করিশ্মার বাড়িতে ঢোকেন মালাইকা আরোরা, সইফ আলি খানেরা। তারকাদের ভিড় সামলাতে রাত থেকেই করিশ্মার বাড়ির সামনে পুলিশি প্রহরা।

বিচ্ছেদ হলেও, দেখা সাক্ষাৎ ছিল দুজনের। প্রাক্তন স্বামীর এমন মৃত্যুতে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন করিশ্মা। অবাঞ্ছিত ঘটনা রুখতে শুক্রবারও বেশ কিছু পুলিশকর্মীকে পাহারা দিতে দেখা যায়। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেননি করিশ্মা, এমনকি কোনও বিবৃতিও দেননি।

Scroll to Top