বিদ্যুৎ বিপর্যয় হলেও সুড়ঙ্গের মধ্যে আর মেট্রোর রেক আটকে পড়বে না:
দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও সুড়ঙ্গের মধ্যে আর মেট্রোর রেক আটকে পড়বে না। ব্যাটারির সাহায্যে পরের স্টেশনে এগিয়ে যাবে মেট্রো। কলকাতা মেট্রোর উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর শাখায় মেট্রোকে ব্যাটারিতে চালানোর পথে হাঁটতে চলেছে কর্তৃপক্ষ। মেট্রোতে এবার বসানো হচ্ছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম।নোয়াপাড়া, শ্যামবাজার, সেন্ট্রাল এবং যতীন দাস পার্ক— এই চারটি সাবস্টেশনে বসানো হবে এই প্রযুক্তি। রবিবার এই পদক্ষেপ করার কথা জানিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’-র আওতায় নর্থ-সাউথ মেট্রো করিডর চলে আসার পর কোনও একটি নির্দিষ্ট সাব-স্টেশন থেকে যে কোনও স্টেশনে কীভাবে বিদ্যুৎ পাঠানো হবে। আগামী এক বছরের মধ্যেই এই ব্যবস্থা চালু করা হবে। সিস্টেমের ফলে বছরে কমপক্ষে ৪০ লাখ টাকার মতো সাশ্রয় হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে জানানো হয়েছে, রাতে ওই ব্যাটারি সিস্টেমে চার্জ দেওয়া হবে। যা দৈনন্দিন পরিষেবার সময় সচল থাকবে।