৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২ মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫

বিদেশ সফর সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

High News Digital Desk:

বিদেশ সফর সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়:

বিদেশ সফর সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরের বাইরে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “অনেক ধন্যবাদ, আমরা বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বললেন, ‘বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইতে খুব ভালো বৈঠক ছিল’। বিদেশে অনেকটা কাজ হয়েছে বাংলার জন্য। এত সফল সফর আগে দেখিনি। আমাদের বিজিবিএস নিয়ে মাদ্রিদ, স্পেন, দুবাইয়ের শিল্পপতিদের সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে। তাঁদের আমি আমন্ত্রণও জানিয়েছি। সবমিলিয়ে সফর খুব ভালো হয়েছে।” X হ্য়ান্ডলেও একই বার্তা দিয়েছেন। তিনি বলেন, “বাংলায় বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে কথা হয়েছে। নিউটাউনে একটি বিশ্বমানের মল খোলা। গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুলু গ্রুপের আউটলেট গুলিতে বিশ্ব বাংলার পণ্যের বিশ্বব্যাপী প্রচার যাতে করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এর বাইরেও লুলু গ্রুপ বাংলায় মাছ প্রক্রিয়াকরণ, পোলট্রি, দুগ্ধ এবং মাংস প্রক্রিয়াকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এর পাশাপাশি ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য লুলু গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক বাণিজ্য গোষ্ঠী এবং প্রবাসীদের শহরের বাণিজ্য সম্মেলনে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্য়মন্ত্রীর ডাকে রাজ্যে বিনিয়োগ করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেনের মাদ্রিদে বাণিজ্য সম্মেলন মঞ্চে তাঁর ঘোষণা, ‘আগামী ৪-৫ মাসের মধ্য়েই মেদিনীপুরে নতুন ইস্পাত কারখানা তৈরি করছি’। তাঁর কথায়, ‘বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ৪-৫ মাসেই গোটা প্রক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে।  ইস্পাত কারখানা গড়ে তোলার কাজে অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। কয়েক ঘণ্টার মধ্যে বোস চিঠি পাঠালেন মমতাকে। কী বিষয়ে এই চিঠি তা অবশ্য জানা যায়নি। যদিও রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বিদেশ সফর কেমন হল, তা জানতে চেয়েই এই চিঠি দিয়েছেন রাজ্যপাল। এটি একেবারেই ব্যক্তিগত চিঠি বলে জানা গিয়েছে রাজভবন সূত্রে।

Scroll to Top