বিদেশ যাচ্ছেন টেনশন দিতে চাই নাগোপন চিঠি রাজ্যপালের মুখ্যমন্ত্রীর :-
রাজ্য-রাজ্যপাল সংঘাত তঙ্গে| উপাচার্য নিয়ে সংঘাত যেনো থামছেই না| তণমূলের দাবি শিক্ষামন্ত্রীকে টার্গেট করে ক্ষমতার অপপ্রয়োগ করে থাকতে পারেন রাজ্যপাল| আর সেই মন্তব্যের পরে নাম না করে রাজ্যপাল ফের তির্যক মন্তব্য করে বলেন, মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন তাই আমি নতন করে টেনশন দিতে চাইছি না| পাশাপাশি ব্রাত্য বসুর কোনো মন্তব্যের জবাব দিতে নারাজ রাজ্যপাল| সোমবার রাজভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন,যে কোনো সমস্যায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন| মধ্যরাতে রাজ্যপালের জোড়া গোপন চিঠি নিয়ে তরজা অব্যাহত| সম্প্রতি কলেজ- বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সহ শিক্ষাক্ষেত্রে রাজ্যপাল তথা আচার্যের একাধিক হস্তক্ষেপ নিয়ে নতন করে রাজ্য-রাজ্যপালের সংঘাত শুরু হয়| শনিবার কার্যত হুশিয়ারির সুরেই রাজ্যপাল বলেন, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন দেখুন কী করি| এদিন ব্রাত্য বসুর ট্যইট নিয়ে তিনি বলেন, ব্রাত্য বসুর জুনিয়র অ্যাপয়ন্টি| ওনার কথাক জবাব দিই না| এ নিয়ে বাকযুদ্ধ চরম আকার নেয়|