কলকাতা : অখিল গিরির ইস্তফার পর রাজ্যের নতুন কারামন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। তিনি সামলাচ্ছিলেন ক্ষুদ্র-কুটির ও বস্ত্রশিল্প দফতর। তার সঙ্গে যোগ হল কারা। অখিল গিরির ইস্তফার পর নতুন কারামন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা ছিলই। এবার নতুন কারামন্ত্রীর নাম প্রকাশ করল নবান্ন।
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তাজপুরে বন-দফতরের এক মহিলা আধিকারিককে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি। মহিলা অফিসারকে কটূক্তি করতেও দেখা গিয়েছিল তাঁকে। তা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয় বিতর্ক। একজন সরকারি আধিকারিককে কুকথা বলায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা তো বটেই, তৃণমূলের একাংশও সরব হন অখিলের বিরুদ্ধে।
বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইস্তফা দেন অখিল। বিধানসভায় এসে অখিল গিরি জানিয়েছিলেন, তিনি অনুতপ্ত। মন্ত্রীত্ব চলে যাওয়ায় তাঁর কোনও ক্ষোভ নেই। তবে অনুতপ্ত হয়েও শেষ রক্ষা হয়নি। ছাড়তে হয়েছে মন্ত্রিসভা। অখিলের পর এতদিন নিজের হাতেই কারা দফতর রেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কারা দফতর গেল চন্দ্রনাথ সিনহার হাতে।








