যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের অশান্তির আঁচে যে সংঘর্ষ, অশান্তি, সে সব লোকদেখানো বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, বিজেপি-কে রুখতে সিপিএম-কে তোল্লাই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে রাজ্য রাজনীতিতে তারা প্রাসঙ্গিক হয়ে ওঠে।
তাঁর কথায়, “এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই এটা হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম-কে হাইপ দিতে চাইছেন। বিজেপি-কে রুখতে উনি এসএফআই-কে হাইপ দিচ্ছেন।”
সুকান্তবাবুর বক্তব্য, “বাংলাদেশের পরিস্থিতি দেখার পর, পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো বন্ধ হওয়ার পর, রাজ্যের হিন্দুরা বুঝে গিয়েছেন যে আগামী দিনে বাংলাদেশ পার্ট ২ অপেক্ষা করছে তাঁদের জন্য। মমতা সেটা বুঝে গিয়েছেন। তাই হিন্দু ভোটকে ভাগ করতে হবে। কারণ বিজেপি সব হিন্দু ভোট পেলে…আর ৪ শতাংশ ভোট পেলেই সরকারে চলে আসবে বিজেপি। হিন্দু ভোট ভাগ করতে তাই সিপিএম-কে তোলা হচ্ছে।”
বিভিন্ন জেলায় এই মুহূর্তে যা পরিস্থিতি, তার গোটাটাই সাজানো বলে ইঙ্গিত সুকান্তর। তাঁর কথায়, “সিপিএম এখন সামনের দিকে এগোবে, এসএফআই-এর সঙ্গে সংঘর্ষ হবে, হামলা হবে ওদের নেতাদের উপর, দলীয় কার্যালয়ে। রাজনীতিতে কেউ প্রাসঙ্গিক হলে হামলা হয়।
সুকান্তবাবুর মতে, “সিপিএম প্রাসঙ্গিক ছিল না, নেই। তাই হামলাও হতো না। এখন হামলা চালিয়ে প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গিয়েছেন, সিপিএম-কে ভোট দেওয়ার অর্থ পক্ষান্তরে তৃণমূলকে সাহায্য করা।