৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিজেপির লালবাজার অভিযান

High News Digital Desk:

চাকরিচ্যুতদের প্রতি পুলিশের দমন পীড়ন ও লাঠিচার্জের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বুধবার ফের সরব বিরোধী দল বিজেপি। শাসকদলের প্রতি তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে যোগ্য শিক্ষকদের ন্যায্য দাবিকে নস্যাৎ করে দিতেই তৎপর রাজ্য সরকার। এর প্রতিবাদে রাজপথে সামিল বিজেপি। কসবায় চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এদিন লালবাজার অভিযান করেন বিজেপি নেতৃত্ব। এই অভিযানের পুরোভাগে ছিলেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, অজয় পোদ্দার, বুধরাই টুডু, সৌমেন রায়, মালতী রায়, অনুপ কুমার সাহা, শিখা চ্যাটার্জি ও অন্যান্যরা। লালবাজারের সামনে পৌঁছতে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। প্রতিবাদে রাজপথে শুয়ে পড়ে আন্দোলনকে আরও তীব্র করে তোলেন তাঁরা।

Scroll to Top