৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিজেপির নজরে এবার মুসলিম ভোট

High News Digital Desk:

নিজস্ব সংবাদদাতা : চব্বিশের লক্ষ্যে এখন থেকেই অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি। নজরে এবার মুসলিম ভোট। শনিবার ভাঙড়ের আইএসএফ বিধায়ককে দেওয়া শুভেন্দু অধিকারীর বার্তা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। পঞ্চায়েত পর্বে সবথেকে বেশি যে জায়গাগুলিতে অশান্তি ছড়িয়েছিল, তার মধ্যে অন্যতম ভাঙড়। কেন শুভেন্দু ভাঙড়ে যাচ্ছেন না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার তার জবাব দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। বিজেপির কর্মী, সাধারণ ভোটাররা তাঁদের কাছে পৌঁছনোর জন্য আমার জন্য দরজা খুলে দিচ্ছেন। আমি ওদের কাছে গিয়ে কথা বলছি। নওশাদ সাহেবতো তাঁর সম্প্রদায়ের লোককে বিজেপি সম্প্রদায়িক বলে ভুল বুঝিয়ে রেখেছেন। দরজা খুললে ভাঙড়ে যাওয়ার ক্ষেত্রে আমার কোনও আপত্তি নেই।  আইএসএফের চোখে সাম্প্রদায়িক বিজেপির বিধায়কের জন্য দরজা কি খুলবেন? বুঝিয়ে দিলেন, দরজা খুললে ভাঙড়ে যেতে তাঁর কোনও ‘আপত্তি নেই’। শুভেন্দুর এই বক্তব্যের পর নওশাদের পাল্টা বক্তব্য, বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের যেখানে অন্যায়-অত্যাচার হবে, সেখানেই তিনি যাবেন বলে আশা করি। বিরোধী দলনেতা হিসেবে তিনি ভাঙড়ে গেলে, ভাঙড়বাসী নিশ্চয়ই দরজা খুলে দেবে, জানালেন নওশাদ।

Scroll to Top