৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিজেপিকে তোপ, দলীয় নেতাদের হুঁশিয়ারি অভিষেকের

High News Digital Desk:

একুশে জুলাইয়ের মঞ্চে রীতিমতো আক্রমণাত্মক মেজাজ। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরা দিলেন চেনা ছন্দে। বিজেপিকে তোপ দেগে তিনি স্পষ্ট প্রশ্ন তুললেন, ‘তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রেড করে ইডি তাঁকে গ্রেফতার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট (NEET) দুর্নীতিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে ইডি কেন তাঁকে গ্রেফতার করবে না?’

এই প্রশ্ন ছুড়ে দেওয়ার আগে অভিষেক একথাও বলে নেন যে, ‘২০২২ সালে তৃণমূলের শহিদ দিবসের পরের দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি রেড করে তাঁকে গ্রেফতার করে। যদি কেউ দোষ করে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনও দোষকে, কোনও অন্যায়কে প্রশ্রয় দিই না।’

এরপরই অভিষেক একই যুক্তিতে নিটে গ্রেফতারির দাবি তোলেন ঘুরিয়ে। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও লক্ষণ না থাকায়, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে কাঠগড়ায় তুলে তাঁর প্রশ্ন, ‘কেন এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ? কেন এই দ্বিচারিতা?’

পাশাপাশি, তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাঁর মাথা যে ঝোঁকানো যাবে না, তাও পরিষ্কার করে দেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, “গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বলব। গলা কেটে দিলেও ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ বলব।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন একুশের মঞ্চ থেকে দলীয় নেতাদেরও সতর্ক করেছেন। নির্বাচনে নেতাদের ভূমিকা, সক্রিয়তা ও নিষ্ক্রিয়তা, সবই তাঁর পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি। সেই অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে দল পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি অভিষেকের।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যবাসীর জন্য বড় প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বছরই ‘আবাস’ প্রকল্পের টাকা তালিকাভুক্ত রাজ্যবাসীর কাছে পৌঁছে দেবে রাজ্য সরকার। জানিয়েছেন তৃণমূল সাংসদ।

Scroll to Top