৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

বিজনোরে ঘুমন্ত অবস্থায় অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার ৫

High News Digital Desk:

বিজনোর :  চূড়ান্ত লজ্জা ও চরম আতঙ্ক অব্যাহত। থামছে না গণধর্ষণ। আবারও নারীর সীমাহীন বিপন্নতার ছবি! আবারও নিরাপত্তাহীন ‘অর্ধেক আকাশ’! দেশের আরেক রাজ্যে ফের সামনে এলো নারকীয় ঘটনাক্রম। ঘুমন্ত থাকাকালীন বাড়ি থেকে অপহরণ। তারপর গণধর্ষণ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ৫ অভিযুক্ত। ঘটনা উত্তরপ্রদেশের বিজনোরের (Bijnor, Uttar Pradesh)।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর বিবৃতি অনুযায়ী, বিজনোরের রেহাদ (Rehad) থানা-এলাকার গ্রাম থেকে ঘুমন্ত অবস্থায় অপহরণ করা হয় তাঁকে। এরপর চলে গণধর্ষণ। ধর্ষণের সেই ঘটনার ভিডিও করে অভিযুক্তরা। পরে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে।

প্রাথমিকভাবে বেশ কয়েকদিন নির্যাতিতা প্রাণভয়ে কাউকেই কিছু না জানানোয়, পেয়ে বসেছিল অভিযুক্তরা। অপরাধ ধামাচাপা থাকবে, এই ভরসায় ক্রমশই তারা বেশ নিশ্চিন্ত উঠছিল। সঙ্গে নির্যাতিতাকে প্রাণনাশের হুমকির মাত্রাও বাড়াচ্ছিল তারা।

একসময় সহ্যের সীমা ছাড়িয়ে যায়। রেহাদ থানায় অভিযোগ দায়ের করা ছাড়া আর কোনও বিকল্প পথ ছিল না নির্যাতিতার৷ অভিযোগ পেয়ে সক্রিয় হয় পুলিশ। গ্রেফতার করা হয় ৫ অভিযুক্তকে। ধৃতদের নাম – বিকাশ (Vikas), বিশ্বাস (Vishwas), লবকুশ (Lavkush), বিবেক (Vivek), ভিকি (Vikky)।

সম্প্রতি কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক-তরুণীর ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যে সামনে এলো উত্তরপ্রদেশের গণধর্ষণ। পশ্চিমবঙ্গের ঘটনায় শাসক-তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার বিজেপি। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের অতীত উদাহরণগুলি ছেড়ে দিলেও, এবার বিজনোরের সাম্প্রতিক গণধর্ষণ নিয়ে তারা কী বলবে? প্রশ্ন তুলছে এ’রাজ্যের শাসক-দল।

Scroll to Top