নিজস্ব সংবাদদাতা : রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে ৬০০এর বেশি কোম্পানি বাহিনী এসে পৌঁছায়। বাহিনী এসেছে তা মোতায়েন নিয়েও ক্ষুব্ধ বিএসএফ। বাহিনী মোতায়েন নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিনকে চিঠি লিখছেন বিএসএফের আইজি। একইসঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধেও তোলা হয়েছে অসহযোগিতার অভিযোগ। ভোট শুরু হওয়ার আগে থেকে জেলায় জেলায় সন্ত্রাসের খবর আসতে থাকে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা। ভোটকেন্দ্র দখল করে ছাপ্পা, কোথাও আবার ব্যালট বক্স ছিনতাই করে ব্যালট নষ্ট, কোথাও আবার ভোটিং থামাতে ব্যালট বক্সেই ঢেলে দেওয়া হল জল ও ভাতের ফ্যান। কোথাও কোথাও আবার ব্যালট বক্স কেড়ে এনে ব্যালটে ধরিয়ে দেওয়া হয় আগুন। বিএসএফের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সঠিক জায়গায় মোতায়েন করা হয়নি। ভোটের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত কোথায় কোথায় বাহিনী মোতায়েন হবে, স্পর্শকাতর বুথ কোনগুলি তার তালিকা বারবার চেয়েও পাওয়া যায়নি। বিএসএফের দাবি, কমিশনের পরিকল্পনাহীনতার জন্য রাজ্য়ে নির্বাচনকে কেন্দ্র করে এত বিশৃঙ্খলা হয়েছে। পুরোদস্তুর সহযোগিতা করেনি রাজ্য পুলিশও।